স্পোর্টস ডেস্ক :
জস বাটলারের অর্ধশত এবং ইমরুল-লিটনের কার্যকরী ইনিংসে রাজশাহী কিংসের বিপক্ষে বড় জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের জয় পেল ইমরুল-লিটনরা। তিন ম্যাচ খেলে কুমিল্লার এটি দ্বিতীয় জয়। আর চার ম্যাচ খেলে রাজশাহীর এটি তৃতীয় হার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজশাহী কিংসের দেয়া ১১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দলের পক্ষে জস বাটলার ৩৯ বল খেলে ৫০ রান করে অপরাজিত থাকেন। আর ইমরুল কায়েস অপরাজিত থাকেন ৪১ বল খেলে ৪৪ রান করে। ১২ বল খেলে ২৩ রান করে আউট হন লিটন দাস। রাজশাহী কিংসের পক্ষে একমাত্র উইকেটটি নেন ফরহাদ রেজা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায়। ফরহাদ রেজার বলে বোল্ড হন লিটন দাস। ১২ বল খেলে ২৩ রান করেন তিনি। এরপর ইমরুল কায়েস ও জস বাটলার ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
ম্যাচটিতে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন লেন্ডল সিমন্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে মোহাম্মদ নবী চার ওভার বল করে ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। রশীদ খান চার ওভার বল করে সাত রান দিয়ে দুইটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: নয় উইকেটে জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রাজশাহী কিংস ইনিংস: ১১৫/৭ (২০ ওভার)
(লেন্ডল সিমন্স ৪০, মুমিনুল হক ২, রনি তালুকদার ০, মুশফিকুর রহিম ১৬, জেমস ফ্রাঙ্কলিন ৭, মেহেদী হাসান মিরাজ ৬, ম্যালকম ওয়ালার ১, ফরহাদ রেজা ২৫*, নিহাদুজ্জামান ২, মোহাম্মদ সামি ১০*, আরাফাত সানি ০/২২, মোহাম্মদ নবী ৩/১৫, আল-আমিন হোসেন ১/২৪, রশীদ খান ২/৭, ডোয়াইন ব্রাভো ১/২৮, মোহাম্মদ সাইফউদ্দিন ০/১৮)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ১২০/১ (১৫.১ ওভার)
(লিটন দাস ২৩, জস বাটলার ৫০*, ইমরুল কায়েস ৪৪*; মোহাম্মদ সামি ০/১৩, ফরহাদ রেজা ১/৩১, মেহেদী হাসান মিরাজ ০/১৩, কেজরিক উইলিয়ামস ০/৩৩, জেমস ফ্রাঙ্কলিন ০/৮, নিহাদুজ্জামান ০/১৬, ম্যালকম ওয়ালার ০/৬)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: রশীদ খান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।