কাজিরবাজার ডেস্ক :
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে বিচারক। তাকে আদালতে বিচারের মুখোমুখি করা যায় কিনা, এজন্য বিশেষজ্ঞদের তার স্বাস্থ্য পরীক্ষার নিদের্শ দিয়েছেন নিউজিল্যান্ডের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার।
এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে, হামলাকারী সন্ত্রাসী পাগল নাকি স্বাভাবিক। এটা নিশ্চিত হওয়ার পরই তাকে শুনানির জন্য আদালতে নেয়া হবে।
শুক্রবার টারান্টকে কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতের বিচারে যুক্ত করা হয়। ভিডিও কলে শুধু ওই সন্ত্রাসীকে বিচারক ও আইনজীবীদের দেখতে দেয়া হয়। এ সময় আদালতের বিচারকার্যের শুনানি শুনলেও কোনো মন্তব্য করেনি হামলাকারী টারান্ট।
আদালতে এ সময় উপস্থিত ছিলেন ক্রাইস্টচার্চে হামলার শিকার পরিবারের সদস্যরা।
অস্ট্রেলীয় এ শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বিরুদ্ধে ইতিমধ্যে ৫০ জনকে খুন ও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন ট্যারান্ট। এতে ৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন।
নিউজিল্যান্ডের ইতিহাসে বর্বরোচিত ওই হামলার সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আল নুর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তার আগেই হামলার ঘটনা ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তামিম-মুশফিকরা।