সার ও বীজ বিতরণকালে এমপি ইয়াহইয়া ॥ কৃষিক্ষেত্রেও বিশ্বনাথকে এগিয়ে নিতে হবে

56

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার অধিকাংশ আবাদি জমি থাকলেও তা অনাবাদি হিসেবে পড়ে আছে। পরনির্ভরশীল না হয়ে এসব জমিতে চাষাবাদের মাধ্যমে কৃষিক্ষেত্রেও বিশ্বনাথকে এগিয়ে নিতে হবে। কারণ আ’লীগ সরকার কৃষি বান্ধব সরকার। যে কারণে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ১৪০জন কৃষক আজ বিনামূল্যে সার ও ধান বীজসহ সকল প্রকার কৃষি সহায়তা পাচ্ছেন। শনিবার দুপুরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের ৪ হাজার ১৪০জন কৃষকের মধ্যে বিনামূল্যে বোরো ধান বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী, কর্মকর্তা শাহ আলম তালুকদার, জাপা নেতা আরশ আলী বাবলু, হাজী সিতাব আলী, জয়নাল আবেদীন, জয়নাল মিয়া, একেএম দুলাল, তাজ উদ্দিন বাবুল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান। আলোচনা সভা শেষে ৪হাজার ১৪০জন কৃষকের প্রত্যেকের ব্যাংক একাউন্টে এক হাজার টাকা, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৫ কেজি করে ব্রি-২৮ জাতের ধানবীজ বিতরণের উদ্বোধন করেন এমপি ইয়াহইয়া চৌধুরী।