স্টাফ রিপোর্টার :
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে পারসন্স উইথ, ডিজএ্যাবিলিটিস লোকাল ইনেশিয়েটিভস ফর এ্যাডভান্সমেন্ট বাই নার্চারিং ট্যান্সফরমেশন (প্লায়ান্ট) প্রকল্পের সহযোগিতায় মিডিয়া ব্যক্তিত্বদের সাথে প্রতিবন্ধিতা এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ক আলোচনা সভা গতকাল ২২ সেপ্টেম্বর সকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার ডলি আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। আলোচনা সভায় অংশ গ্রহণ করেন নয়া দিগন্ত সিলেটের ব্যুরো প্রধান এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, বাংলাদেশের খবরের ব্যুরো প্রধান আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, আরটিভি’র কামকামুর রাজ্জাক রুনু, সিলেটের ডাক এর কাউসার চৌধুরী, ভোরের কাগজের ফারুক আহমেদ, দৈনিক জালালাবাদের খালেদ আহমেদ, দৈনিক কাজিরবাজারের বার্তা সম্পাদক সোয়েব বাসিত, দৈনিক সিলেট বার্তার আতাউর রহমান আতা, দৈনিক সিলেট মিররের রাফিদ চৌধুরী, আলোকিত বাংলাদেশের আব্দুল্লাহ আল নুমান, সময় টিভি’র নওসাদ আহমেদ চৌধুরী, দৈনিক প্রথম আলোর মানাউবী সিংহ শুভ, এটিএন বাংলার শাহ মুজিবুর রহমান জখন, বিজয়ের কণ্ঠের এম রহমান ফারুক প্রমুখ।
বক্তারা বলেন- প্রতিবন্ধীরা এই সমাজেরই অংশ। তাই তাদের অবহেলা না করে সমাজ ও রাষ্ট্রের মূল স্রোতে নিয়ে আসতে হবে। নারীর প্রতি সংহিসতা রোধে সমাজের সকলকে সোচ্চার হতে হবে। নারীরা মায়ের জাতি। তাদেরকে যথপোযুক্ত সম্মান প্রদর্শন সহ সমান অধিকার প্রদানে সমাজের সকলকে কাজ করতে হবে। মনে রাখতে হবে নারীর সমান অধিকার ব্যতিত সুন্দর সমাজ গঠন সম্ভব নয়। তাই রাষ্ট্র তথা সর্বত্র তাদেরকে সমান অধিকার প্রদানের মাধ্যমে নারী সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।