শ্রীমঙ্গল শহরে দখলমুক্ত করতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

7

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন।
এর আগে সকাল ১১ টা থেকে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযানে নামে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন।
অভিযানকালে শহরে ব্যস্ততম এলাকা চৌমোহনা থেকে হবিগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করা হয়।
এ সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার বলেন, শহরের যানজট নিরসনে আগামী ১ মার্চ থেকে পৌর শহরে সব ধরণের ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচল বন্ধ করা হবে। তিনি অবৈধ ফুটপাত দখলদারদের সতর্ক করে বলেন আবারো ফুটপাত দখল ও যত্রতত্র যানবাহন পার্কিং করে শহরে যানজট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পর্যটকরা অভিযোগ করছেন, এক শ্রেণীর সিএনজি অটো চালকরা তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।