বাবরুল হাসান বাবলু, তাহিরপুর থেকে :
তাহিরপুর সীমান্তে র্যাব অভিযান চালিয়ে ১ লাখ ভারতীয় জাল রুপি সহ এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, মোশারফ হোসেন (৩২)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাইজহাঁটি গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে।’ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় রুপিসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে সুনামগঞ্জ র্যাব- ৯।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তের চারাগাঁও মাইজহাঁটি গ্রামের নজরুল ইসলাম নামের এক ব্যক্তির হোটেলের ভেতর বসে হুন্ডি ব্যবসায়ী মোশারফ হোসেন চোরাকারবারীদের নিকট ভারতীয় জাল নোট সরবরাহের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল দোকানঘরে প্রবেশ করে মোশারফ হোসেনের হেফাজত থেকে ২শ’টি ৫০০ রুপি নোটের ১ লাখ রুপী ভারতীয় জাল নোট সহ তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ র্যাব-৯, সিপিসি – ৩ কোম্পানীর অধিনায়ন লে. কমান্ডার ফয়সাল আহমদ হুন্ডি কব্যবসায়ী মোশারফ হোসেন কে ভারতীয় রুপিসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন