দিরাই শাল্লার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেছেন হাওর পারের অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ঘুড়ে দাঁড়াতে পারে এ জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও নগদ অর্থ প্রদান করছেন। বিগত অকাল বন্যায় হাওরের সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা যখন দিশেহারা তাদের নিজ চোখে দেখতে জননেত্রী শেখ হাসিনা হাওর পাড়ে ছুটে এসেছিলেন এবং ভিজিএফ প্রকল্পের মাধ্যমে চাল নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। কৃষকদের ন্যায্য পাওনা সঠিকভাবে তাদের হাতে পৌছে দিতে সরকার সব সময় সতর্ক রয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে পরিপূর্ণ করে তুলতে সবসময় কৃষকদের পাশে রয়েছেন। তৃণমূলের কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে দেশের মানুষ সুফল ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেন তা বাস্তবে রূপ দেন। অতীতে কোন সরকার এ ধরনের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে, আমি জননেত্রী শেখ হাসিনার মাঠে থাকার নির্দেশ পেয়ে গ্রামাঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সরকার ও ভাটি বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছি তাতে কারও কষ্ট পাওয়ার কথা নয়। নৌকার বিজয় নিশ্চিত করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার বাদ জুম্মা শাল্লার ধামপুর মাদ্রাসার মসজিদ উদ্বোধন শেষে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে শিক্ষক মাওলানা আব্দুল আহাদ’র পরিচালনা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তালামিজে ইসলাম দিরাই উপজেলার সাধারণ সম্পাদক মৌলানা আবু সাঈদ সৈয়দ, দিরাই উপজেলা আওয়ামীলীগের নেতা মুক্তিযাদ্ধা আব্দুল মতিন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল হাফিজ, বঙ্গবন্ধু পরিষদ নেতা মোজাম্মেল হক চৌধুরী রাজা, নুরুল কাইয়ুম ফুল মিয়া, মহানগর শ্রমিকলীগ নেতা ও মানবাধিকার কমিশনের সহ সভাপতি এনামুল হক লিলু, সুনামগঞ্জ হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, মৌলানা আবুল খায়ের, ইজ্জত আলী, কৃষকলীগ নেতা আব্দুল ওদুদ, সুফি মিয়া, আব্দুল মগনিব, নৌশাদ মিয়া, যুবলীগ নেতা জুয়েল মিয়া, জাহেদ হাসান, এমরান মিয়া, জগলু মিয়া, ইয়াওর মিয়া, বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নান, আব্দুল করিম, মুতাহার আলী, ইছব আলী, আব্দুল আওয়াল, গোলাম কাদির, আং শহীদ, নুর মিয়া, ছুরত উল্লাহ, মৌলানা আব্দুল আহাদ, গিয়াস উদ্দীন, আবু বক্কর, বুলবুল প্রমুখ। বিজ্ঞপ্তি