মা-মনি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

78

s--17-11-14--08স্টাফ রিপোর্টার :
নগরীতে ভুল চিকিৎসায় ৪৫ দিনের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে কুমারপাড়া মা-মনি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম- ফাহমিদ জাহান নিঝুম। সে সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের আব্দুস ছামাদের পুত্র।
নিহত শিশুর পিতা আব্দুস ছামাদ অভিযোগ করে বলেন, গত রবিবার রাত ৮ টায় মা-মনি হাসপাতালের ৫ম তলার শিশু ওয়ার্ডে ডাঃ আজির উদ্দিনের তত্ত্বাধানে অসুস্থ শিশুটিকে ভর্তি  করা হয়। এর আগে সুনামগঞ্জ থেকে সিলেট এসে ডাঃ আজির উদ্দিনকে দেখালে তিনি মা-মনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার কথা অনুয়ায়ী আমরা সেখানে শিশুটিকে ভর্তি করা হয়। এরপর সারারাত কোন চিকিৎসা না করে গতকাল সকাল ১০ টায় শিশুকে ইনজেকশন দেয়ার আধা ঘন্টা পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে নিহত শিশুটির পিতা ছামাদ এ অভিযোগ করেন। এ সময় সাংবাদিকরা হাসাপাতালের কর্তৃপক্ষ কাউকে পাওয়া পাননি। পরেও মা-মনি হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।