জকিগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাইর অভিযোগ

35

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের বাবুর বাজারে এক সুপারী ব্যবসায়ীর উপর হামলা করে ১ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় সুপারী ব্যবসায়ী পাঠানচকগ্রামের আইনুল হক খাঁন (৫৫) গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এতিছামনগরের মৃত তৈয়ব আলীর ছেলে নূর আহমদ (৫৫), নুর আহমদের ছেলে রুবেল আহমদ(২৫), ফটল মিয়ার ছেলে বেবুল আহমদ (২৮), সাবুল আহমদ (২৬) ও বাবুল আহমদ (৩০) নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সোমবার বাবুর বাজারে দরদামে না হওয়ায় সুপারী ক্রয় না করাকে কেন্দ্র আসামীরা সুপারী ব্যবসায়ী আইনুল হকের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে অনুমানিক এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এদিকে এ সন্ত্রাসী হামলার কারণে সুপারী ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে আহবান জানিয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, মামলা রেকর্ড হয়নি। ঘটনার তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।