কানাইঘাট থেকে সংবাদদাতা :
দেশের ৩২৭টি পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবিতেবাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সোমবার অর্ধ দিবস কর্ম বিরতি পালন করা হয়েছে। পৌরসভার কার্যালয়ে অর্ধ দিবস কর্ম বিরতি চলাকালে কোন ধরনের কার্যক্রমে অংশ গ্রহণ করেন নি পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। কর্ম বিরতি পালন কালে উপস্থিত ছিলেন, সংগঠনের কানাইঘাট শাখার সভাপতি পৌরসভার সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, সহ সভাপতি হিসাব রক্ষক বাবুল আখতার, সাধারণ সম্পাদক অফিস সহকারী গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সহকারী কর আদায়কারী জাকারিয়া, সহ সাধারণ সম্পাদক নকশাকর শরিফ হোসাইন, প্রচার সম্পাদক সহকারী লাইসেন্স পরিদর্শক এনামুল হক, কোষাধ্যক্ষ সহকারী হিসাব রক্ষক ফারজানা সুমি, সদস্য সিরাজুল ইসলাম, আয়শা আখতার রুনি, রোমান আখতার, মাহবুবা আখতার, গুলশানারা, ফরিদ আহমদ, সাদ্দাম হোসেন, আব্দুন নুর, মনোরঞ্জন মালাকার। কর্ম বিরতি চলাকালে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, সরকার তাদের দাবী ধাওয়া মেনে না নিলে আগামী ১৩ নভেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে।