আইরিন আসাদ
(১)
আর কতোটা চোখের পানি ঝরালে
তুমি আমার হবে
আর কতোটা কষ্ট পেলে বিনা দোষে
তুমি আমার হবে।
আর কতোটা মানুষের চোখে নির্লজ্জ হলে
তুমি আমার হবে
আর কতোটা বছর অতিবাহিত করলে
তুমি আমার হবে।
(২)
বড্ড অবেলায় তুমি এলে,
দেখ? সূর্যটাও তার ঘরে ফিরে যাচ্ছে।
দেখ? গ্রামের কৃষকরাও ঘরে ফিরছে।
দেখ? কৃষাণীরা কুপি ধরাতে শুরু করেছে।
দেখ? আকাশে পাখির ঝাঁকগুলিও ঘরে ফিরচ্ছে।
দেখ? জোনাকীরাও অন্ধকার এ আলো জ্বালাচ্ছে।
শুনো? মা ও আমাকে সাঁঝ হয়ে গেছে বলে ডাকছে।
তাই বড্ড অবেলায় তুমি এলে।