হাজেরা সুলতানা হাসি
আমি যাবো হারিয়ে
কোন একদিন ঠিকি
পূব আকাশে সূর্যি মামা
করবে ঝিকিমিকি।
রোজ বিহানে জমবে সদা
পাখির মিলনমেলা
প্রজাপতির ছোটাছুটি
করবে দারুণ খেলা।
সাঁঝের বেলা অস্ত যাবে
আঁধারে ঢাকবে সব,
ফিরবে পাখি আপন নীড়ে
থামিয়ে কলরব।
থাকবে না সেদিন এই ধরাতে
আমার এই দেহ,
সেদিন আমায় যাবে ভুলে মনে
রাখবে কি কেহ!