সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কৃষি বিভাগ যুগান্তকারী উন্নয়ন করেছে। এখন অল্প জমিতে বেশি চাষ হয়। বিজ্ঞানীরা বন্যা সহনশীল জাতের ধান আবিষ্কার করেছেন। কিন্তু সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের মানুষেরা এ ধান চাষ করতে আগ্রহী হতে চাননা। কিন্তু হাওর অঞ্চলের জন্য এ জাতের ধানই লাভবান। উৎপাদন কিছুটা কম হলেও ফসল নিশ্চিত ঘরে উঠবে। এ ব্যাপারে আমাদের আরেকটু চিন্তা করতে হবে। বন্যা সহনশীল জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেট জেলা ইউনিট আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত ৩০ অক্টোবর সোমবার নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএফএ সিলেট জেলা ইউনিটের সহ-সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আবুল হাসেম, বিএফএর ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. মোমেন সরকার, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মনিরুল হক, বিএফএ ইস্টার্ন জোনের পরিচালক মাহমুদ আহমদ বুলবুল, বিএফএ ইস্টার্ন জোনের সাবেক পরিচালক সৈয়দ জাহিদ উদ্দিন, বিএফএ সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সিলেট চেম্বার অব কমার্সেও সহ-সভাপতি এমদাদ হোসেন, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, মাসুদ আহমদ চৌধুরী, আব্দুর রহমান, হিফজুল গুলজার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফএ হবিগঞ্জ জেলা সভাপতি মোদাব্বির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, বিএফএ সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি