জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ থেকে :
এবার বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে হাসপাতালের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করণ কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে হাসপাতালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে প্রকল্প এলাকা পরিদর্শন করছেন দাবি করে শফিক চৌধুরী বলেন, হাসপাতালের নির্মাণ কাজে অনিয়ম করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ দেশের গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আ’লীগ সরকারের আমলেই কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।
তিনি জাতীয় পার্টি মনোনীত বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, আ’লীগের ভোটে নির্বাচিত হয়ে তিনি সকল উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন। তবে, হাসপাতালের নির্মাণ কাজে বাধা দেওয়া হলে তা প্রতিহত করা হবে এমনকি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমানরে যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রকোৗশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী বদরুল ইসলাম সুহেল, সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, উপসহকারি প্রকৌশলী মনিরুল হক, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর।