৮ মাদকসেবীকে জরিমানা ও কারাদন্ড

34

স্টাফ রিপোর্টার :
নগরী ও শহরতলীর বিভিন্ন এলাকায় ৮ মাদক সেবীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাব-৯ এর মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত। মাদক সেবীদের নিকট থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধবংস করে দন্ডিতদের সিলেট কেন্দ্রীয় করাগারে প্রেরণ করা হয়। গতকাল সোমবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় র‌্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল সিলেট এর সমন্বয়ে এসএমপি‘র বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি‘র বিভিন্ন থানা এলাকা থেকে ১০ গ্রাম গাঁজা, ৩ টি মোবাইল এবং ৩ টি সীম কার্ড ৮ জন মাদক সেবীকে আটক করে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত।
দন্ডিত মাদক সেবীরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার এলাকার আকছর আলীর পুত্র হালিম মিয়াকে (২৮) ১ মাসের, দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকার মৃত-রাইদুল ইসলাম পুত্র মো. জয়নাল আবেদীনকে (৩০) ও একই এলাকার শাওন মিয়াকে (২৫) ১ মাসের, ইউসুফ আলীর পুত্র আব্দুল খালিককে (৩৬) ২ দিনের, টুলটিকর এলাকার মৃত আসাদুল হকের পুত্র দুলালকে (৩৮) ২ দিনের, দক্ষিণ সুরমা ভার্থখলার নূর হোসেন পুত্র মো. কামাল হোসেনকে (২৯) ২ দিনের, মৃত আব্দুল জলিলের পুত্র আবুল কাসেমকে (২০) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং সাহাবুদ্দিনকে (৬০) ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।