মনির চৌধুরী

34

একমুঠো রঙিন স্বপ্ন :

আমি সেই ভোরের স্বপ্নে জেগে রই
স্বপ্ননীল রঙিন এক ভোর;
যে ভোরে শিশির ভেজা দূর্বাঘাস
প্রকৃত স্বাধীনতার স্বাদে
বিজয় আনন্দে হেসে উঠে।
নবান্নের ধান কাউনের মাঠের বুকে
নতুন ধানের সুখের আভায়;
দু’চোখে রঙিন স্বপ্ন দেখে
কৃষক-কৃষাণি মেতে ওঠে।
হালকা শীতের শান্ত বাতাসে
পাখ-পাখালি স্বাধীন ভাবে
মুক্ত আকাশে ডানা মেলে
ঘুরে বেড়ায় স্বপ্ন ঘুড়ির বেশে।
আমি সেই ভোরের স্বপ্নে জেগে রই
স্বপ্ননীল রঙিন এক ভোর;
যে ভোরে চিরচেনা এই শহরের মানুষগুলো
একমুঠো রঙিন স্বপ্ন নিয়ে
সাত সমুদ্র তের নদী পাড়ি দেয়।
জীবিকার অমোঘ তাড়নায়
ছুটে চলে পৃথিবীর সরল পথে
কোন এক অচেনা সুখের আশায়।