কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে মৃত্যুবরণকারী বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্র্ষিকী নানা আনুষ্ঠানিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে। কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে উপজেলা প্রশাসনের পক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক শনিবার (২৮ অক্টোবর) সকালে স্মৃতিসৌধে পুষ্পার্পণ করার পর বিজিবির উদ্যোগে স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আর্কাইভের নাম ফলক উন্মোচনসহ ফিতা কেটে আর্কাইভের উদ্বোধন করা হয়।
শনিবার বিকাল ৪টায় ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মো: আশরাফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো: আশরাফুল ইসলাম, ৪৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে: কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, বিজিবি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অতিথিদের নিয়ে ফিতা কেটে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আর্কাইভের উদ্বোধন করা হয়।
বিকাল সাড়ে চারটায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেজর এ বি এম খালেদ হায়দারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো: আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন হামিদুর রহমানের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, সাংবাদিক মুজিবুর রহমান, ৪৬ ব্যাটারিয়ন কমান্ডার লে: কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, লে: কর্ণেল ইমরুল কায়েস (সেক্টর মেডিক্যাল অফিসার), মেজর এ বি এম খালেদ হায়দার, মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা কমান্ডার জামাল উদ্দীন।