গতকাল ৩ মে শুক্রবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট নগরীতে এক স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিশু পার্ক পয়েন্টে পথসভার মাধ্যমে সমাপ্ত করা হয়। মিছিল পরবর্তি সভায় সভাপতির বক্তব্যে নগর সভাপতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ বলেন, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান সমাগত। রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। সহানুভূতির মাস। এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের ভিতরে রাখতে হবে। গরীব, অসহায় ও মেহনতি মানুষ যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্রমিকের শ্রম কমিয়ে দিয়ে পুরাপুরি মজুরি প্রদান করা সকলের কর্তব্য। পবিত্র রমজান উপলক্ষে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে হবে। তিনি আরো বলেন, এ মাসে আল্লাহ্ তা’য়ালা পবিত্র গ্রন্থ আল-কুরআন নাজিল করে মানুষকে পথ প্রদর্শণ করেছেন। রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে । জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মদ ফয়জুল হাসান চৌধুরী, সহ সভাপতি মুহাম্মদ নূরউদ্দিন, নগর সহ সভাপতি ইসমাইল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি