স্পোর্টস ডেস্ক :
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ছয় রানে হেরে গেল নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। সিরিজের প্রথম ম্যাচে ভারত হারলেও পরবর্তী দুই ম্যাচে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিল।
রবিবার কানপুরের গ্রীণ পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ৩৩৮ রানের জয়ের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে কলিন মুনরো ৭৫, কেন উইলিয়ামসন ৬৪ ও টম লাথাম ৬৫ রান করেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৫ রান। হাতে চার উইকেট। ৪৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের হাতে বল তুলে দেন বিরাট কোহলি। এই ওভার থেকে আসে ১০ রান। অর্থাৎ, শেষ ওভারে কিউইদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। এই ওভারে বোলিংয়ের দায়িত্বে ছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি ওভারটিতে আট রান দিয়ে একটি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে ভারত। সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ২টি, অ্যাডাম মিলনে ২টি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।
ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরেন শিখর ধাওয়ান। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি ২৩০ রানের পার্টনারশিপ গড়েন।
দলীয় ২৫৯ রানে আউট হয়ে যান রোহিত শর্মা। ১৪৭ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১৫তম সেঞ্চুরি। অধিনায়ক বিরাট কোহলি ১১৩ রান করে আউট হন। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির এটি ৩২তম সেঞ্চুরি।
সেঞ্চুরির দিনে বিরাট কোহলি আরেকটি রেকর্ড গড়েছেন। সেটি হচ্ছে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৯০০০ রানের মালিক হয়েছেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৯৪ ইনিংস। এর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ২০৫ ইনিংস খেলে ওয়ানডেতে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৬ রানে জয়ী ভারত।
ভারত ইনিংস: ৩৩৭/৬ (৫০ ওভার)
(রোহিত শর্মা ১৪৭, শিখর ধাওয়ান ১৪, বিরাট কোহলি ১১৩, হার্দিক পান্ডিয়া ৮, মহেন্দ্র সিং ধোনি ২৫, কেদার যাদব ১৮, দিনেশ কার্তিক ৪*; টিম সাউদি ২/৬৬, ট্রেন্ট বোল্ট ০/৮১, অ্যাডাম মিলনে ২/৬৪, কলিন ডি গ্র্যান্ডহোম ০/৫৭, মিচেল স্যান্টনার ২/৫৮, কলিন মুনরো ০/১০)।
নিউজিল্যান্ড ইনিংস: ৩৩১/৭ (৫০ ওভার)
(মার্টিন গাপটিল ১০, কলিন মুনরো ৭৫, কেন উইলিয়ামসন ৬৪, রস টেইলর ৩৯, টম লাথাম ৬৫, হেনরি নিকোলস ৩৭, কলিন ডি গ্র্যান্ডহোম ৮*, মিচেল স্যান্টনার ৯, টিম সাউদি ৪*; ভুবনেশ্বর কুমার ১/৯২, জ্যাসপ্রীত বুমরাহ ৩/৪৭, হার্দিক পান্ডিয়া ০/৪৭, আক্সার প্যাটেল ০/৪০, কেদার যাদব ০/৫৪, যুজবেন্দ্র চাহাল ২/৪৭)।