দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর চিকিৎসা ডিসেম্বরে চালু হবে —————- মাহমুদ উস সামাদ এমপি

22

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যে পরে রোহিঙ্গাদের বিষয়ে বিশ^ বিবেক জেগে উঠেছে। কিছু দেশ এখনো মিয়ানমারের পক্ষে কথা বলেছে। শীঘ্রই তাদের ভুল ভেঙ্গে যাবে। মানবিক কারণে বাংলাদেশ সরকার বর্ডার খুলে দিয়েছে। এতে নির্যাতিত রোহিঙ্গা মুসিলম ও হিন্দুগণ এদেশে আশ্রয় গ্রহণ করতে পারছেন। আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দিয়ে সহযোগিতা করায় বিশ^ দরবারে বাংলাদেশের উদ্যোগ প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন, আশা করি আগামী ডিসেম্বর মাসে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর চিকিৎসা সেবা চালু হবে। ইতোমধ্যে ইনডোর চিকিৎসা সেবা চালু করার লক্ষ্যে ৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা হচ্ছে অন্যতম। চিকিৎসকরা মানবিকতার ব্রতী নিয়ে কাজ করার আহবান জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ২৬ আক্টোবর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজ আহমেদ মালিক, সাবেক জুনিয়র কন্সালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ মঈন উদ্দিন এর বিদায় ও নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাঈদ এনামের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্তর পরিচালনা (স্বাস্থ্য) ডাঃ কমল রতন সাহা, সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাশু লাল রায়, সংবর্ধিত অতিথি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজ আহমেদ মালিক ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ এমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বারী মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, মোগলাবাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আজমল খান।
স্বাস্থ্য সহকারী আমিকুর রহমানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা খালিদ আহমদ জায়গীরদার। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল আলম, স্যানেটারী ইন্সপেক্টর আবু ফাত্তাহ জুনায়েদ, স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী কাওছার আহমদ, সিএইচসিপি মোঃ জাহেদুর রহমান, দেলোয়ার হোসেন, রায়হানুর রহমান, ফাতেমা সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, ইউপি সদস্য সেলিম আহমদ ও আইয়ূব হোসেন, সাবেক মেম্বার সোনাহর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি