দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদের হার্টে সফল অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রখ্যাত হৃদরোগ কার্ডিও সার্জন ডা. খালিদ মহসিন এর তত্ত্বাবধানে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এনআরবি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ সাংবাদিক আবুল মোহাম্মদের অসুস্থতার কথা জানতে পারেন। তখন এনআরবি নেতৃবৃন্দ হাসপাতালে আবুল মোহাম্মদের শয্যাপাশে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় এনআরবি নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট এনাম আলী এমবিই এফআইএইচ এফআরএসএ, সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র এডভাইজার ড. ওয়ালী তছরউদ্দিন, ডেপুুটি ডিরেক্টর জেনারেল হেলাল উদ্দিন খান, এনআরবি কবির ইয়াকুব, ডিরেক্টর ড. সানোয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট এমএ কাইয়ুম, ডিরেক্টর সফিকুল ইসলাম, ডিরেক্টর আবুল হায়াত নুরুজ্জামান ডিরেক্টর কাউন্সিলর জাহাঙ্গীর হক, ইউকে এডভাইজারী কমিটির চেয়ারম্যান মাহমুদুর রশীদ এনআরবি ইছবাহ উদ্দিন, নুরুল ইসলাম মোঃ শাহজাহান, বাংলা টিভি ও বাংলাটাইমস ইউকে’র সিলেট ব্যুরো চীফ আবু তালেব মুরাদ, বাংলাটাইমস ইউকে’র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ সেপুল, বাংলাটিভির ক্যামেরা পার্সন মো. আলমগীর প্রমুখ।
এদিকে আবুল মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে তাঁর আশু রোগ মুক্তি কামনায় সকলের দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি