সাইয়িদ রফিকুল হক
ভূগোলের মধ্যে ভূগোল আছে,
মনের মধ্যে আছে আরেক মন!
এই রহস্যের শেষ কোথায় বন্ধু?
পথের মধ্যে আরেক পথ করে খেলা,
পথহারা মুসাফির খুঁজে বেড়ায় পথ!
ভূগোলের মধ্যে ভূগোল আছে,
রহস্য জমাট বেঁধেছে গাঢ় অন্ধকারে,
পথের মধ্যে বেড়ে উঠছে আরেক পথ!
কোথায় মিলবে এই রহস্যের সমাধান?
জীবনের মধ্যে আছে আরেক জীবন,
কেমন করে বেড়ে ওঠে তা সন্তর্পণে!
ভূগোলের মধ্যে ভূগোল আছে,
জীবনের মধ্যে আছে আরেক জীবন!
কে দিবে বন্ধু এই রহস্যের সমাধান?