আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত দিনে মেয়র নির্বাচিত হওয়ার হওয়ার পর যতদিন দায়িত্বে ছিলাম নগরবাসীর কল্যাণে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে আগামী প্রজন্মের জন্যে কাজ করেছি। মহানগরের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ছড়া খাল উদ্ধার পর্যন্ত যত উন্নয়ন করেছি, সবকিছুই বৃহত্তর স্বার্থে করেছি-নতুন প্রজন্মের কথা চিন্তা করে করেছি। আরিফুল হক চৌধুরী শনিবার (১৪ জুলাই ২০১৮ ইংরেজী) সকালে মহানগরীর দরগামহল্লা, মীরেরময়দান, মাদ্রাসা মাঠের পশ্চিম এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী আরও বলেন, যেসব উন্নয়ন কাজ করেছি তা আজ দৃশ্যমান এবং নগরবাসী প্রতিটি উন্নয়ন কাজের শুরু থেকে শেষপর্যন্ত আমার কর্মকান্ড অবলোকন করেছেন। জনগনের জন্য কাজ করেছিলাম বলেই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে-হযরত শাহজালালের এই পুণ্যভূমির ধর্মবর্ণ নির্বিশেষে সকল জনগনের দোয়ায় তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। ৩০ জুলাইয়ের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করে লাভ নেই। সিলেটবাসী শান্তিপ্রিয় এবং উন্নয়নকামী। শান্তিপূর্ণভাবেই তারা ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করবেন।
গণসংযোগকালে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও মাহবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা আবুল কাশেম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, বিএনপি নেতা মুফতি বদরুন নূর সায়েক, মাসুদ আহমদ আফতাব, সৈয়দ মুজিব, ছাদিক মিয়া, জাহাঙ্গীর আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি