হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের দেড়শত বছরের পুরনো জমিদার বাড়ীর অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের বাড়ীতে অগ্নিকান্ডে বসত ঘর, স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়িটিতে পুরাতন জমিদার আমলের তৈজস আসবাবপত্র, ১৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, সোমবার ভোর রাতে নবীগঞ্জ উপজেলার রতনপুর বড়বাড়ী (জমিদার বাড়ী) অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায়ের বাড়ীর পাশ্ববর্তী সুব্রত রায়ের বসত ঘরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিমিষেই আগুনের লেলিহান শিকা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর লোকজন শেষ পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার খবর পেয়ে, নবীগঞ্জ থানা পুলিশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য আব্দুস ছোবহান মিয়া, বিদ্যা বাবুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায় জানান, গভীর রাতে হঠাৎ সুর চিকার শুনে ঘর থেকে বাহির হয়ে আগুনের কুন্ডলী দেখতে পাই। কোনমতে জীবন নিয়ে ঘর থেকে বেড় হয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু কোনমতেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। চোখের সামনে দেড় শত বছরের পুরনো আমাদের এই বাড়িটি আগুনে মাটির সাথে মিশিয়ে দিল। নবীগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ মহর আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় আমরা গিয়ে প্রায় ৩ কোটি টাকার মালামাল উদ্ধার করেছি।