বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরকারি উদ্যোগে ক্রয় কেন্দ্র চালুর দাবিতে মিছিল সমাবেশ নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব এর সভাপতিত্বে ও সদস্য মোখলেছুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক তামান্না আহমেদ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা প্রমুখ।
বক্তারা বলেন, এবারের বোরো ধান ক্রয়ে সরকারের পদক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে দেশের কৃষি ও কৃষক বাঁচাতে ও তাদের স্বার্থ রক্ষার্থে বিপরীত কাজ করছে। তাই আগামী দিনে দেশের কৃষি ও কৃষক বাঁচাতে কৃষি ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ ও হাটে হাটে ক্রয়কেন্দ্র চালু করে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহ করতে সরকারকে আহ্বান জানান। বিজ্ঞপ্তি