বোরহান বিন শিহাব
একটি দেশের গল্প শোন
বাংলাদেশ তার নাম,
কেউবা করে সম্মান তাহার
কেউবা করে বদনাম।
নয়টি মাসের রক্তক্ষয়ী
যুদ্ধে তাহার জন্ম,
কত মানুষ শহিদ হল
দেশ মাতৃকার জন্য।
মুজিব ভাইয়ে ভাষণ দিয়ে
বলল দেশের ভাই,
ঝাঁপিয়ে পড় যাহা আছে
সাথে নিয়ে তাহাই।
জিয়া আমায় রাতে বলে
রেডিওতে এসে
হানাদারে হামলা করেছে
নেমে পড় যুদ্ধে।
দেশীয় গাদ্দার ছিল হাজার
আমারই ঘরের মাঝে,
মারিয়েছে আমায় ধরিয়ে দিয়ে
ওই জালিমের কাছে।
বুলেটে ঝাঁজরা আমারই সামনে
আমার মায়ের বুক,
বাবা ভাইকে হত্যা করেছে
বোনের ইজ্জত লুট।
বেদনার বোঝা বুকেতে চেপে
যোগদান করেছি যুদ্ধে,
রক্তে জমিন ভেসেছিল কত
মুক্ত করেছি দেশকে।
আমি মুক্ত সফেদ কবুতর
স্বাধীন আকাশে উড়ি,
মুক্তির আনন্দ সবার মাঝে
বিলাতে ভালোবাসি।