রূপসী বাংলা

12

কবির কাঞ্চন

নিত্য মোদের পরান ভরে
দোয়েলপাখির শিষে
দেশের টানে এক হয়ে যাই
আমরা মিলেমিশে।

চোখ জুড়ানো অপার শোভা
বাংলা মায়ের কোলে
মন ভোলানো রূপের ঝলক
ছন্দ মনে তোলে।

বাংলাদেশের আঁকেবাঁকে
পাহাড় নদী কতো
দেশের মানুষ উদার মনের
নীলাকাশের মতো।

বছর জুড়ে ছয়টি ঋতু
ঘুরে আমার দেশে
ক্ষণেক্ষণে পাগল করে
রূপের রাণীর বেশে।