রিক্সাওয়ালা

37

জালাল আহমেদ জয়

রিক্সা চলে হাওয়ায় উড়ে
যায় যে সবাই কাজে রিক্সা চড়ে,
দিনে রাতে সকাল-বিকালে
রিক্সা যেন ঘোড়ার মত চলে।

অফিস কিংবা কলেজ-স্কুল
রিক্সা চড়ে যায় যে সবাই;
প্রাণ বাতাসে আকুল।

রিক্সা ট্রিং ট্রিং সারাদিন
কানে বাজায় যেন বিন,
এতো রোদ্দুর-বৃষ্টি বেলায়
তাদের নেই যে কোন বিশ্রাম;
তাদের দেখেনা কেউ এ মহ্ল্লায়।

কিছু কিছু যাত্রি আছে বড়ই কু-পাত্রের;
রিক্সাওয়ালাকে তারা করে অত্যাচার,
মাঝে মাঝে কথায় কথায়
উঠায় রিক্সায়ালার উপর হাত;
এভাবেই তাদের কাটে দিন রাত।

এ প্রথা ভাংতে হবে
জ্বালাতে হবে জালিমের হাত,
রিক্সাওয়ালার স্বাধীনতা দিতে হবে
তাহলেই সুখি হবে তাদের দুটি হাত।
হাসি ফুটবে তাদের দিন রাত।