সরকারের জনপ্রিয়তা রক্ষার লক্ষ্যে বর্ধিত বিদ্যুতের মূল্য বাতিল করতে হবে ———–গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

31

গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লে: কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, বিশ^ বাজারে অব্যাহতভাবে কয়েক বছর ধরে জ¦ালানী তেলের দাম কম থাকলেও বর্তমান সরকার তেলের দাম কমাবেন না। শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তেলের দাম কমানো হলেই বিদ্যুৎ উৎপাদন ব্যয় প্রায় দেড় হাজার কোটি টাকা কমানো সম্ভব। সম্প্রতি এনার্জী রেগুলেশন কমিশন কর্তৃক বিদ্যুতের দামের ব্যাপারে গণশুনানীর আয়োজন করে। এতে দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ ও ক্যাব সহ সচেতন নাগরিকবৃন্দ বিদ্যুতের দাম না বাড়ানোর যুক্তিকতা তুলে ধরেন। কিন্তু সরকার এসব বিবেচনায় না এনে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা করে সাধারণ জনগণের সাথে এক তামাশায় মেতে উঠেছেন। গ্রামীণ জনগণের বিদ্যুতের দাম বৃদ্ধি না করার ঘোষণাকে অভিনন্দন জানিয়ে বলেন, শহর ও নগরের স্বল্প আয়ের বিদ্যুতের গ্রাহকগণ এই মূল্য বৃদ্ধির ঘোষণায় আতঙ্কিত ও বিক্ষুব্ধ। নেতৃবৃন্দ অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে বলেন, অন্যথায় অত্র সংগঠন সরকারের জনপ্রিয়তা রক্ষার লক্ষ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বাতিলের দাবীতে গ্রাহকদেরকে নিয়ে শীঘ্রই দুর্বার আন্দোলন গড়ে হুঁশিয়ারী উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি