৫৪ তম ওরস বার্ষিকে আলোচকবৃন্দ ॥ রকীব শাহের ভাববিশ্ব-সৃষ্টিকর্ম ও জীবনসাধনা নিয়ে গবেষণা করতে হবে

11

রকীব শাহের গান মরমি ভাবনা-চিন্তার ফসল। এই মান-বিচারে তাঁর গান ও সাহিত্যরচনা সমগ্র জাতির জন্য রচিত ও প্রচারিত। সর্বযুগের সকল শ্রেণির মানুষের প্রাণে আবেদন সৃষ্টি করবে। তাই তাঁর ভাববিশ্ব-সৃষ্টিকর্ম ও জীবনসাধনা নিয়ে গবেষণা করতে হবে।
কথাগুলো বলেছেন রকীব শাহর জীবন, সাহিত্য ও সাধনা শীর্ষক আলোচনা সভার অতিথিবৃন্দ। তিনদিন ব্যাপী ৫৪তম বার্ষিক ওরস উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত আলোচনাপর্ব শুরু হয় সিলেট শহরের কাজিটুলায় রকীব শাহ মাজারপ্রাঙ্গণে।
পরিষদের চেয়ারম্যান ডক্টর অধ্যাপক কাজী কামাল আহমদের সভাপতিত্বে ও স্থপতি কাজী আরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস, যুক্তরাজ্য শাখা রকীব শাহ পরিষদের সহসভাপতি মো. ময়না মিয়া।
বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যাপক বিজিতকুমার দে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা।
অনুষ্ঠান শেষে হামদ-নাত ও রকীব সংগীত পরিবেশিত হয়। কুরআন তেলাওয়াত পাঠ ও মিলাদ পরিচালনা করেন মওলানা আবুল কালাম। বিজ্ঞপ্তি