সুনামগঞ্জে ভারতীয় অফিসার চয়েস মদ, বিয়ার এবং নাসির বিড়ি আটক

42

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ বিরেন্দ্রনগর, বালিয়াঘাটা ও চিনাকান্দি বিওপি টহল দল অভিযান চালিয়ে সুনামগঞ্জে ভারতীয় অফিসার চয়েস মদ, বিয়ার এবং নাসির বিড়ি আটক করেছে।
লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি বিরেন্দ্রনগর বিওপি নাঃ সুবেঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ৫ অক্টোবর সীমান্ত পিলার ১১৯২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ১১ বোতল বিয়ার আটক করে, বালিয়াঘাটা বিওপি হাবিলদার মোঃ ফিরোজ খাঁন এর নেতৃত্বে একটি টহল দল ৫ অক্টোবর সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাকমাছড়া নামক স্থান হতে ৩৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে, চিনাকান্দি বিওপি হাবিলদার মোঃ বদর উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল ৫ অক্টোবর সীমান্ত পিলার ১২১০/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিলডুয়ার নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ৩,০০০ পিস নাসির বিড়ি আটক করে।
লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।