সিলেট-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আমি কৃতজ্ঞ, আমার নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিপূর্বে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। যার ফলে প্রতিটি উপজেলার জনগণ সরকার প্রদত্ত স্বাস্থ্য সেবার আরো সুযোগ পাচ্ছে। আজ বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ৭ তলা বিশিষ্ট উন্নিতকরণ কাজ শুরু হওয়ায় জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৫ ডিসেম্বর শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান সামছুদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী জাকির আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক, মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, তুহিন মনসুর, সাইস্তা মিয়া, আজমল বেগ, নয়ন তালুকদার, ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, আমির আলী, শুকুর আলী, সিলেট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরুল হক প্রমুখ।
উল্লেখ্য ১৪ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যা ৭ তলা ভবনের ভিত্তিপ্রস্তর, ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে পুর্ব ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ভিত্তিপ্রস্তর, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন, ৭১ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ তলা ভবনের লিফট, জেনারেটর সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
পরে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি