বাংলাদেশের বর্তমান সংকট নিরসনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর দুই নেত্রীকে একত্রে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য তাগিদ জানিয়েছেন সকল মানবাধিকারের সংগঠনের নেতৃবৃন্দ। দেশের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার সার্থে সকল রাজনৈতিক দলকে একত্রে মিলেমিশে কাজ করার আহ্বান জানান মানবাধিকার সংগ্রামী নেতৃবৃন্দ। দেশের চলমান সংকট নিরসনে সকল মানবাধিকার সংগঠনের সংগ্রামীদের নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) দরগা গেইটস্থ রশীদ এম্পোরিয়ামের ২য়তলায় ড. আর কে ধর হলে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা একথাগুলো বলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা সভাপতি ড.আর কে ধর এর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান এর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বামাক সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বামাক সিলেট মহানগর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সজল দাস, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি রকিব আল মামুন, প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল, জাতীয় মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট ড. শহীদুল ইসলাম এডভোকেট, হিউম্যান রাইটস কংগ্রেস ফর মাইনোরেটিসএর বিভাগীয় কো-অর্ডিনেটর রাকেশ রায়, বামাকের সহ-সভাপতি মাহবুবুল আলম মিলন, জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান বদরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক এনামুল হক লিলু, আরটিভি সিলেট ব্যুরো প্রদান কামকামুর রাজ্জাক রুনু, রোট্যারিয়ান শাহিদা তালুকদার, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, সম্পাদিকা শিল্পী রাণী দাস, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, এডভোকেট আলাউদ্দিন তুহিন, বামাক সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, এডভোকেট হোসেন আহমদ সিপন, সাহেল আহমদ, লাকী আক্তার নূপুর, আব্দুল হাফিজুর, লায়েক আহমদ, হোসাইন বিন নাজির, ডা. মো. শাহীন উদ্দিন, শফি উদ্দিন, বদরুল সোয়েব, গোলাম কিবরিয়া, বাদল পুরকায়স্থ, মাহিম, অজয় দেব, শিরিন চৌধুরী, হাফিজুর রহমান, শফিউল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি