ছাতকে ভারতীয় মদ বিক্রেতাসহ আটক ৩, সিএনজি জব্দ, ১৬১ বোতল মদ উদ্ধার

77

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মদ বিক্রেতাসহ ৩ ব্যক্তিকে আটক ও ১৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে Mad--1সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাউয়াবাজার এলাকা থেকে মদ বহনকারী নাফি-রাফি ও নাহিয়া নামের একটি সিএনজি-ফোরষ্ট্রোক(নং-সুনামগঞ্জ থ-১১-১৭১৯)সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র সিএনজি চালক শফিকুল ইসলাম (২৪), নুরুল্লাপুর গ্রামের মাফিজ আলীর পুত্র বাবুল মিয়া (২৫) ও তাজপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র সাইদুল ইসলাম। জানা যায়, ভারতীয় মদ নিয়ে সুনামগঞ্জগামী নাফি-রাফি ও নাহিয়া নামের সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সুনামগঞ্জ থ-১১-১৭১৯) জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পুলিশ সিএনজিটিকে আটকের চেষ্টা করে। এ সময় দ্রুত গতির সিএনজিটি জাউয়া পুলিশ ফাঁড়ি অতিক্রম করে বাজারে পৌছলে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে গাড়ি ঘুরিয়ে ছাতক রোডে প্রবেশের সময় ব্রীজের মুখে সিএনজিটি উল্টে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সিএনজি থেকে অফিসার্স চয়েজ, এসিব¬্যাক, টেংগুসহ বিভিন্ন ব্র্যান্ডের ১শ’ ৬১টি বোতল ভারতীয় মদ উদ্ধার ও সিএনজি জব্দ, বিক্রেতাসহ ৩জনকে আটক করা হয়। এ ব্যাপারে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানা গেছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নির্মল দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে মাদক বিক্রেতাসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ১৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার ও বহনকারী সিএনজিকে জব্দ করা হয়েছে।