বৃদ্ধা খয়রুন নেছা হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত গ্রেফতার

34

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের ধরমপুরের বৃদ্ধা খয়রুন নেছা হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিয়াকত মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র। সে ওই মামলার এজাহারনামীয় ১ নাম্বার আসামী ছিল।
এর আগে গত সোমবার রাতে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আনোয়ার আলী, তার ভাই আকরম ও আজমল আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এনিয়ে পুলিশ এ মামলায় ৩ সহোদরসহ ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইন জানান, এ মামলার প্রধান আসামী লিয়াকত আলীকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে। সে ওই মামলার ১ নাম্বার আসামী ছিল। এর আগে এজাহারনামীয় আনোয়ার আলী, আকরম ও আজমল আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, মামলার অপর আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।