সিলেটে ১৯ হাজার কৃষক প্রণোদনা পাচ্ছেন, বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা

31

স্টাফ রিপোর্টার :
সিলেট অঞ্চলে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১৮ হাজার ৯৪৮ জন কৃষক। এ সংক্রান্ত বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৮৯৬ টাকা। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ ও সার বাবদ এ সহায়তা দেয়া হচ্ছে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন কৃষি কর্মকর্তারা।
সিলেটের আঞ্চলিক কৃষি দফতর জানিয়েছে, আসন্ন রবি মৌসুমেই এ প্রণোদনা পাবেন কৃষকরা। তারা জানান, ১০ সেপ্টেম্বর প্রণোদনার অর্থ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কৃষি প্রণোদনার ৪৭ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা সিলেট জেলায়, ৪৩ লাখ ৪ হাজার ৭১৮ টাকা মৌলভীবাজারে, ২০ লাখ ২০ হাজার ৬৮০ টাকা হবিগঞ্জে ও ৪৩ লাখ ৪ হাজার ৭১৮ টাকা সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বরাদ্দ দেয়া হবে।
প্রণোদনা বরাদ্দের মধ্যে ভুট্টা চাষের জন্য ১ হাজার ১০০ জন, সরিষা চাষে ১৭ হাজার জন, মুগডাল চাষে ৮০০ জন, বিটি বেগুন চাষে ৪৮ জন কৃষক প্রণোদনা পাবেন।