হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়। সোমবার সকাল ১১টায় ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের পরিচালক অধিনায়ক এম জাহিদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, রবিবার সন্ধ্যা ৬টায় সিভিল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. আজিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল অভিযান চালিয়ে উপজেলার নালপাড় গ্রামের ফারুক মিয়ার বাড়ি থেকে দুইজনকে আটক করে। এ সময় আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলো উপজেলার পূর্বপাকুরিয়া গ্রামের আব্দুস শহীদের ছেলে রুমান সরকার (৩২), আমিরাবাদ গ্রামের আলমগীর মিয়া। তাদের কাছ থেকে ৩১৭ পিছ ইয়াবা, ১টি মোটরসাইকেল, ১টি আইফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১ হাজার টাকার জাল নোট, ভারতীয় দশ রুপির নোট ১টি ও এক রুপির নোট একটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩ লাখ ১৭ হাজার ১১৩ টাকা।