জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথে সিলেটের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নগরীর বন্দরবাজারস্থ স্টেশন ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী আতিকুর রহমান আতিক-কে আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচনে জয়ী করতে জনগণকে সাথি নিয়ে নেতাকর্মীদের নির্বাচনে মাঠে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু বলেন, দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের দেশ পরিচালনার কথা এখনও মনে রেখেছে। দেশের মানুষ তার নেতৃত্বাধীন সোনালী যুগে ফিরে যেতে চায়। জাতীয় পার্টি এখন আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দলীয় নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করলে নির্বাচনে জাতীয় পার্টির জয় লাভ করবে। তাই তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম) ও প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, অতিরিক্ত মহাসচিব (বরিশাল) ও প্রেসিডিয়াম সদস্য অব. মেজর রানা মোহাম্মদ সোহেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন (খোকা), আহসান রহমান আদেল এমপি, সিলেট জেলার সদস্য সচিব ওসমান আলী, বিলাল হোসেন, আহাদ চৌধুরী, আতিকুর রহমান আতিক, শাহরিয়ার আশিক, জাতীয় পার্টির জেলা সদস্য মো. আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি