খরাদিপাড়া এলাকাবাসীর উদ্যোগে বস্ত্র ও নগদ অনুদান

54

মায়ানমার থেকে আগত রোহিঙ্গা মুসলিমদের সাহায্যার্তে খরাদিপাড়া এলাকাবাসীর উদ্যোগে বস্ত্র ও নগদ অনুদান সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এলাকার বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগত ত্রাণ সামগ্রি একত্র করে বাংলাদেশে আসা রুহিঙ্গাদের মধ্যে বিতরন করবেন।
শুক্রবার বাদ আসর খরাদিপাড়া জামে মসজিদের পাশে উক্ত বস্ত্র ও নগদ অনুদান হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর শিবগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি ও খরাদিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আমান উল্লাহ সাজা, পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক আনন্দ সংসদের সভাপতি হাজী আব্দুল গফফার, করিম উল্লাহ মার্কেটের স্বত্তাধীকারী আতাউল্লাহ সাকের, আমান উল্লাহ কনভেনশন হলের  স্বত্ত্বাধিকারী আতাউল্লাহ ফায়ের, সাউথ ইষ্ট ব্যাংক ম্যানেজার রাফি আহমদ, বন্দর বাজার ব্যবসায়ী লোকমান আহমদ, ব্যবসায়ী লিটন আহমদ, প্রবাসী আম্বিয়া, খসরুজ্জামান, মকসুদ আহমদ, মাহবুব আহমদ, হাসান আহমদ, মেহেদী আহমদ, নাবিল, নাদিম প্রমুখ। বিজ্ঞপ্তি