কাজির বাজার ডেস্ক
প্রেমের টানে ভারতের ত্রিপুরা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশের মৌলভীবাজারের এক নারী গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি থেকে ত্রিপুরা পুলিশ ফাতেমা নুসরাত নামের ওই নারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের পর তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের বরাত দিয়ে জাতীয় একটি গণমাধ্যম জানায়, বাংলাদেশি নাগরিক ফাতেমা নুসরাত দিন ১৫ আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি এলাকা এসেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা নূর জালালকে বিয়ে করতে ফতেমা বাংলাদেশ থেকে এসেছিলেন। ফুলবাড়ি থেকেই ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে। নূর জালাল পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূর জালাল পেশায় স্বঘোষিত কবিরাজ (আয়ুর্বেদ প্র্যাকটিশনার) এবং বিবাহিত। তিনি মাঝে-মধ্যে বাংলাদেশের মৌলভীবাজারে যেতেন। সেখানেই ফাতেমার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে-ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর প্রেমকে স্বীকৃতি দিতে, নূরকে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে ফাতেমা কাঁটাতার পেরিয়ে এদেশে আসতেও পিছপা হননি।