কানাইঘাট থেকে সংবাদদাতা :
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার ৩৫টি পূজামন্ডপে উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুন রশিদ মামুনের ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৩৫ হাজার টাকা শুভেচ্ছা স্বরূপ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর হাজী শরিফুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি কাউন্সিলার আবিদুর রহমান, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় জেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রিংকু চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি সলিল চন্দ্র দাস, বাবু সুদিপ্ত কুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাস, পৌর শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাস, পূজা উদ্যাপন পরিষদ নেতা বাবুল চন্দ্র দাস, সুব্রত চন্দ্র দাস, উপজেলা ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী সহ বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দের হাতে বিএনপির সভাপতি মামুন রশিদের পক্ষ থেকে আর্থিক অনুদানের টাকা তুলে দেওয়া হয়। মতবিনিময় অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতিকে অটুট রেখে সকল ধর্মের মানুষ বসবাস করে আসছেন। বিএনপি হিন্দু সম্প্রদায়কে কখনও সংখ্যালঘু সম্প্রদায় মনে করে না, আমরা একে অন্যের ধর্মের উৎসবে সবসময় অংশগ্রহণ করে থাকি। ধর্মীয় সংখ্যালঘু বলে কাউকে খাটো করতে বিএনপি চায়না। অতিতের মতো কানাইঘাটে প্রত্যেকটি পূজা মন্ডপে বিএনপির পক্ষ থেকে সহযোগিতার হাত ভবিষ্যতে অব্যাহত থাকবে। পূজা উদ্যাপন পরিষদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে সব সময় তাদের ধর্মীয় উৎসবে সহযোগিতার হাত প্রসারিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, তাতি দলের সাধারণ সম্পাদক মোঃ কিবরিয়া, জেলা ছাত্রদলের সদস্য বদরুল আলম, ছাত্রনেতা রেজোয়ান আহমদ হৃদয়, আব্দুর রহমান, আবু হেনা রনি, বাবুল আহমদ সোহাইব, মেহেদি হাসান রিজভী প্রমুখ।