কতদিন আমি কষ্ট পাবো

36

নেছার আহমদ নেছার

আজও ভাবি কেবলি একাগ্রতায় ভাবি
নিবিড় করে মনের দুয়ার খোলে-
বাহিরের পৃথিবীতে চোখ মেলে রাখি
অনুভবে ছুঁয়ে যায় সারাটি অন্তর;
কেন যে শত কষ্টের কারণ হয়ে যায় আমি জানিনা!
উদাস এ-মনে শত আনন্দ প্রেম ভালবাসায়
চাওয়া-পাওয়ার এই পৃথিবীটাকে ঘিরে
আমার অশেষ ভাল লাগা বয়ে যায়।
প্রতিদিন সূর্য্য উঠে-রাত হয়-
আবার সূর্য্য উঠে-এভাবে গতিময়তার
চিরন্তন পথে আমার জীবন বয়ে চলে
নিরব নিভৃতে কোন এক জীবন কাননে,
অদেখায় অলক্ষ্যে আমার জীবন স্রোতে বয়ে গেলাম
সীমাহীন পথে অথচ–
প্রতিদিন সূর্য্য উদয়ের ভুবন মোহন উজ্জ্বলতায়
জীবনের কোলাহলে কোন তরুণীর মায়াবী মুখ,
কোন সুবেলা কন্ঠের নিবিড় আবেগের গান
কোন নৈসর্গিক দৃশ্যের প্রাণ ছুঁয়া আবেদন,
কারো স্নেহের স্মৃতি, প্রেমের আবেদন
আমাকে উতলা করে;
একাকী নিরবতায় বুকের ভেতর হাহাকার করে-
সারাক্ষণ ব্যকুলতায় হৃদয়ে ঝড় বয়ে যায়-
বড় কষ্ট পাই
এভাবে কতদিন আমি কষ্ট পাবো!!