নিজ হতে নামতে পারি না যখনি

42

আহম্মেদ রফিক

নিজ হতে নামতে পারি না যখনি
ক্লেদ ভর করে,
বিষ হাতে চলে অনুভূতি!

প্রস্তুতির জমিনে দেখি প্রয়াত মানুষের পদছাপ
আপন আপন বলে গুটিয়ে গেছে।

অতঃপর আমি নেমে আসি,
ধেয়ে যাই-
শৈশবের বালখিল্যে।

অনেকদিন যাবৎ আনকোরা এক শিল্পী
সংগীতের ধারণা বিলাতে আসে
আকাশে তখন বিলীন পরিযায়ীর রেখা
ওমা দেখে যাও বলে হাঁক দেয় চেনা কন্ঠস্বর।

কবিতারা ছড়িয়ে দেয় চরণ
প্রেমানুভূতি দেখিয়ে দেয় বিরহ।

অগত্যা পিছু ফিরে রই,
শৈশবে নেই কবিতার জ্বালাপোড়া ।