সুবীর সেনগুপ্ত
অসংখ্য রাত জেগে তো ভাবিনি
কিন্তু ভেবেছি অসংখ্যবার
এ জীবনে চাই একটাই সাথী
যে হবে প্রকৃত বন্ধু আমার।
অনেক অনেক বন্ধু আমার
তাই তো সকলে বলে, আমি শুনি
তারা আসে যায়, আমি পাই কথা
সরলতাহীন বন্ধুর খনি।
প্রকৃত বন্ধু যায় নাকি পাওয়া!
অন্বেষণের শেষে সব হাওয়া
মহাসিন্ধুতে কোথায় খুঁজব!
এ যেন মৃতের প্রাণ ফিরে পাওয়া।
বন্ধু না হলে এ জীবন খালি
হোক না যতই স্বজন পোষণ
একটা তো চাই নিদেন পক্ষে
বেশী হলে হোক খুশী তনু-মন।
কে হবে আমার বন্ধু কি জানি!
এই জিজ্ঞাসা শুধু অজানায়।
জানলে কি আর করি অপেক্ষা
বন্ধু তখন আমাকেই চায়।
কে কার বন্ধু হবেই বলোতো!
সে স্থান পাবে কি কোনো আত্মীয়!
হতে তো পারেই,তবুও হয় না
তারা হতে চায় অনাত্মীয়।
অসংখ্যবার ভাবতেই থাকি
খুঁজতেও থাকি প্রকৃত সাথীকে
দেখা পাই আমি অনেক সাথীর
সব চলে যায় পথ দেখে দেখে।
সাথী বন্ধুতে পরিণত হলে
আমার খুশীর থাকে না অন্ত
প্রকৃত বন্ধু হয় না যে কেউ
প্রকৃত বন্ধু শুধু বাড়ন্ত।
আমার হয়নি প্রকৃত বন্ধু
প্রকৃত বন্ধু আমিও হইনি
প্রকৃত সাথীর স্থানে অনেকেই
প্রকৃত বন্ধু হয় না, মেনেছি।