জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে খোলা বাজারে সরকারি (ওএমএস) এর ১৫ টাকা কেজি দরের চালের দাম বৃদ্ধি পেয়ে ৩০ টাকা কেজি হয়েছে। হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দরিদ্র পরিবারের অসহায় মানুষ বিপাকে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, গত ২ দিন ধরে সরকার চালের দাম বৃদ্ধি করেছে।
যদিও জগন্নাথপুর চালের বাজারে অন্যান্য চালের কেজি ৩৩ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারি (ওএমএস) এর ডিলাররা জানান, সরকারি চালের দাম বৃদ্ধি পাওয়ায় জনগণ আমাদের কাছে চাল কিনতে আসছে না।
এদিকে-অসহায় পরিবারের লোকজন জানান, সরকার এতো দিন আমাদেরকে ১৫ টাকা কেজিতে চাল দেয়ায় আমরা লাইন দিয়ে কিনেছি। এখন হঠাৎ করে চালের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় আমরা নতুন করে বিপাকে পড়েছি। তাদের দাবি সরকার যেন আবার চালের দাম কমিয়ে ১৫ টাকায় বিক্রি করে। তা হলে আমরা গরীব মানুষরা দু-মুঠো ভাত খেতে পারবো। না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে।