বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শাখা সভাপতি হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান শাহীনের সঞ্চালনায় বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা সভা গত ৫ নভেম্বর শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকাস্থ আমেরিকান মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়বে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দেশে দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থার চরম অবনতি ঘটেছে। সামনে দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নিত্যপণ্যের দাম অসহনীয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি ও হতাশা। এহেন পরিস্থিতিতে চলমান অস্থিরতা নিরসনে ও দেশের রাজনৈতিক সংকট উত্তরণে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই।
মাওলানা ইউসুফ আশরাফ আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ অনেক উলামায়ে কেরাম এখনো কারাগারে বন্দী রয়েছেন। মাওলানা মামুনুল হককে সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ দিন থেকে কারাবন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাওলানা আশরাফ উদ্দীন খান, মুফতী মোহাম্মদ ইসমাঈল, ডাক্তার জুন্নুন চৌধুরী, ইমাম মাওলানা আতাউর রহমান জালালাবাদী, ইমাম মাওলানা মনজুরুল করীম, ইমাম মাওলানা শিহাবুদ্দীন আহমদ, মাওলানা শাহাদত আহমদ, ইমাম মাওলানা মোহাম্মদ উসমান, হাফিজ তাজুল ইসলাম, অতুল আহমদ লাবলু, রিপন আহমদ সহ স্থানীয় উলামায়ে কেরাম। বিজ্ঞপ্তি