রোডমার্চ সফল করে রোহিঙ্গাদের পক্ষে বিশ্ব বিবেক জাগ্রত করতে এগিয়ে আসুন ——–মাওলানা মুহিউল ইসলাম

42

আগামী ২১-২২ সেপ্টেম্বর মিয়ারমার অভিমুখে রোডমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী  জামেয়া তাওক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন রোহিঙ্গাদের উপর ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে সাধ্যানুযায়ী অংশ গ্রহণ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। তিনি বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করে বলেন রোহিঙ্গাদের স্থায়ী আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিবেক জাগ্রত করতে হবে। এর জন্য আমরা সিলেটের পুণ্যভূমি থেকে রোডমার্চের ঘোষণা করেছি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে রোডমার্চে অংশ গ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ব আহবান জানান। রবিবার বিকেলে শহরতলীস্থ জামিয়া দারুল কোরআন সিলেটে রোডমার্চ বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়কারী মাওলানা ইউসুফ খাদিমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহবান জানান। হিউম্যানিটি ফর রোহিঙ্গার চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নেতৃত্বে একটি  প্রতিনিধিদল  ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে টানা ৫ দিনের সফর ও দেশের শীর্ষ উলামা মাশায়েখের সাথে সাক্ষাত পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরুক্ত কথা বলেন। সভায়  বক্তব্য রাখেন জমিয়তে উলামাযে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, রোডমার্চের আহবায়ক, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাবিবে রব্বানী, মাওলানা আলীনুর,মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আযহার জৈন্তাপুর, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা কবির আহমদ খান , মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, পুষ্পকলি সাহিত্র সংঘের সেক্রেটারী শাহীদ হাতেমী, মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, মাওলানা মুতিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি