ওসমানীনগরের ইছামতি খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি

34

ওসমানীনগর উপজেলার ৮ নং উছমানপুর ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি রক্ষার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। এলাকার তিন শতাধিক সচেতন মানুষের স্বাক্ষরিত স্মারলিপিেিত উল্লেখ করা হয় উছমানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইছামতি, চক ইছামতি, হোসেনপুর, গণিপুর, মল্লিকপুর, কোণাপাড়া, মাঝপাড়া, নোয়াগাঁও এবং বঢ়চেল গ্রামের লোকজনের একমাত্র খেলাধূলার মাঠ এটি। পাশাপাশি এখানে প্রায় বড় বড় জানাযার নামাজগুলি অনুষ্ঠিত হয়। এছাড়া ইছামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও খেলার মাঠ এটি। এ মাঠে খেলাধূলা করে অনেকে নামীদামী খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেছেন। অথচ দেড়’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ মাঠটিতে সম্প্রতি সরকারের আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলা হচ্ছে বলে জানা গেছে। এমন খবরে এলাকার শতশত মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা না বলে সরকারের আশ্রয়ণ প্রকল্পের জন্য ভূমি বরাদ্দ দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।
ওসমানীনগর উপজেলার থানাগাঁও মৌজার ১৭৬ নং জেএল এর ১ নং খতিয়ানের সাবেক ১০৮৫ দাগ এবং হালদাগ ৭১৭ এর ১.৩২ একর ভূমিটুকু খেলার মাঠ এবং জানাযার জায়গা হিসেবে রক্ষা করতে এবং ভূমিটুকু বন্দোবস্ত না দিতে স্মারকলিপিতে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। বিজ্ঞপ্তি