জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জে আরডিআরএস বাংলাদেশ’র সেকেন্ড চান্স এডুকেশন কার্যক্রম শুরু করেছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৮/১৪ বছরের ঝড়ে পড়া ড্রপ আউট শিশু কিশোরদের জরিপ কার্য সম্পন্ন করে প্রথম পর্যায়ে ৯০টি শিখন স্কুল গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব স্কুলে ঝড়া পড়া অনিয়মিত শিক্ষার্থীদেরকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে সংস্থাটি কাজ করছে। প্রতিটি স্কুলে কমপক্ষে ৩০ জন ছাত্র ছাত্রী নিয়ে ১জন শিক্ষক পাঠদান করাবেন। এসব ছাত্র ছাত্রীরা প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে সমাপনি শেষ করবে এসব স্কুলে। প্রকল্প সমন্বয়কারী আব্দুল হান্নান জানান ৫ বছর মেয়াদে সেকেন্ড চান্স এডুকেশন আরডিআরএস বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার প্রতিটি ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে।
প্রকল্প বাস্তবায়নে শনিবার আরডিআরএস বাংলাদেশ জামালগঞ্জ অফিস ৯০টি শিখন স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে। এসব স্কুলের ১৩০ জন শিক্ষক প্রার্থী লিখিত ও ভাইবা পরীক্ষায় অংশ্রগহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল আল মামুন (ভারপ্রাপ্ত), মৎস্য অফিসার মো: শেফাউল আলম, প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল হান্নান, ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ বদরুস ছালেকিন, মো: দুলাল করিম, মো: কামাল মাহমুদ, টেকনিক্যাল অফিসার কাজী আজিজুর রহমান, এডুকেশন অফিসার সাজিদুর রহমান, সঞ্চয় রায়। এছাড়াও শিখন প্রকল্পের সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।