হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
রোহিঙ্গা মুসলমানদের উপর অমানাবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় সুন্নী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ। শহরের অন্যান্য মসজিদ ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বাহুবল উপজেলায় হেফাজতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বাদ জুম্মা রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে। পরে রেলওয়ে পার্কিংয়ে পথসভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার টমটম মালিক-শ্রমিক সমিতির আয়োজনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখা। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় বক্তব্য মানবাধিকার কর্মী এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী, আব্দুল হক রেনু, হাজী মতিন, শাহ মোস্তাফা কামাল, আবু তাহের মেম্বার, আব্দুল কাদির প্রমুখ। হেফাজতে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান বিক্ষোভ মিছিল করেেছ বাংলাদেশ হেফাজতে ইসলাম নবীগঞ্জ শাখা। শুক্রবার বাদ জুম্মা হেফাজতে ইসলাম নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা হেফাজতের আমীর কাজী মাওলানা শায়খ হারুনুর রশীদ চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ফয়সল তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির হুসাইনী, মাওলানা শাহ আলম, মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু মাওলানা আবু সালেহ,মুফতী মুস্তাক আহমদ ফুরক্বানী,মাওলানা মুনিরুজ্জামান তালুকদার প্রমুখ। একই সময় হেফাজতে ইসলামের ডাকে সাড়া ও সমর্থন দিয়ে ইত্তেহাদুল উলাম পরিষদ দিনারপুর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এই সংগঠন। পরে দেবপাড়া বাজারে প্রতিবাদ সভায় মিলিত হন। উক্ত প্রতিবাদ সভায় দেবপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ফজলুর রহমানের সভাপতিত্বে দেবপাড়া বাল্লিারা মাদ্রাসার শিক্ষা সচিব মুতাহির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা জিয়াউর,মাওলানা সাইফুর রহমান প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিল, পথসভা ও প্রতিবাদ সভায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিয়ান অংশ গ্রহণ করেন। বক্তৃতায় বক্তারা অবিলম্বে মিয়ানমারের মুসলমান হত্যা বন্ধদের জোরালো দাবী জানান ।